প্রতিদিন নতু্ন নতুন বাড়ির নকশার ছবি সাথে খরচ সহ পোস্ট করা হয়। আপনার বাড়ির ডিজাইনটি বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণা আলো-বাতাসের আওতাভুক্ত? - House Design

আপনার বাড়ির ডিজাইনটি বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণা আলো-বাতাসের আওতাভুক্ত?

অপেশাদার_বাড়ির ডিজাইন_বয়কট_করুণ

সারাজীবনের উপার্জন দিয়ে একটি বাড়ি করবেন। শুধু মাত্র বাড়ির ছবি দেখে বাড়ি করবেন না। ইট-বালি সিমেন্টে সব বাড়িতেই ব্যবাহার করা হয় কয় জন নিয়ম অনুযায়ী বাড়ির কাজ করে, নিয়ম অনুযায়ী করলে যেমন বাড়িটি মজবুত হবে ঠিক তেমনি আপনার টাকা গুলোও কম খরচ হবে।ঢালার আগে নিচে দেয়া ডিজাইন গুলো পর্যবেক্ষন করে এই সকল অপেশাদার ডিজাইন পরিহার করুণ।

চলুন উত্তর গুলো খুঁজি... 👉 আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণা আলো-বাতাসের আওতাভুক্ত আছে কিনা নিজেই যাচাই করুন। 👉 ড্রইং/ডাইনিং এ প্রাকৃতিক আলো-বাতাস পাচ্ছেন? অনেক বাড়ির ছবি বা ডিজাইন গুলোর মধ্যে নেই কোন চিন্তাভাবনা নেই কোন আধুনিকতা সেইকালে ডিজাইন চলবে এ কাল। ব্যাগভর্তি টাকা দিয়ে কি বানাচ্ছেন?

অনেকেই আপনাকে বলবে কম খরচে সুন্দর বাড়ি বানাতে পারবেন, তাকে জিজ্ঞের করুন বাড়ির খরচ কমানোর এক দুইটা উপায় বলতে

👉 অতচ বীম/কলাম রুমের ভিতর ঝুলে আছে সেদিকে খেয়াল নেই ,এদিকসেদিক টানা বীম-কলাম শুধুমাত্র সন্দর্য্য নষ্ট করেনা, নির্মাণ খরচও বেড়ে যায়। 👉

প্রাইভেচি অর্থ- আপনার বেড রুমে আপনার বউ শুয়ে আছে, এদিকে আপনার একজন অপরিচিত একজন গেস্ট, যে কিনা ড্রইং রুমের সোফাতে বসে সরাসরি দেখছ আপনার বাড়ির ভিতরের রান্নাঘর অথবা বাথরুম। অনুভূতি কি হবে একবার ভেবে বলুনতো।

👉

বাসার এক রুম থেকে আরেক রুমে যেতে একটি গলি দিয়ে যেতে হয় একবার ভাবেনতো টাকা দিয়ে কি বানাচ্ছেন? সারাজীবনের উপার্জন দিয়ে গলি বানাচ্ছেন? গলি বানাতে খরচ হচ্ছে না?

👉 রুমের সাইজ গুলো ঠিক আছে? ধরেন আপনার একটি প্যান্ট বানাতে কাপড় লাগে 5.৫ গজ, কিন্তু 4.5 গজ বা 3.5 গজ কাপড় দিয়ে যদি বানানো হয় কতটা আরামদায়ক হবে?

ডিজাইনের অনেক গুলো বেসিক ধারনা থাকতে হবে তবে সাধারনত নর্মাল কিছু কমনসেন্স গুলো বললাম যাতে একজন সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন সাথে কিছু ধারনা হয়।

সব লিখলে পোস্ট এতটাই বড় হবে যে আপনি নিজেই পড়তে অনিহা প্রকাশ করবেন। হয়তো ভাবছেন এগুলো তো ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করা। অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা, তবে দক্ষ ইঞ্জিনিয়ার খুবি প্রয়োজন কারন একজন গাইনোকোলোজিস্ট কি হার্ট সার্জারি করতে পারে?

এরা সাধারণ মানুষের বিশ্বাস এবং সারা জিবনে অনেক কষ্টে জমানো টাকা নিয়ে খেলা করে, তারা হচ্ছে অটোক্যাডের কয়েকটা কমান্ড জানা অদক্ষ ইঞ্জিনিয়ার। এরা মনেকরে করে লাইন দিয়ে কয়েকটা রুম আঁকলেই ডিজাইন হয়ে যায়

কয়েকটা লাইনে আঁকা কয়েকটা রুম বানাতে কতলক্ষ টাকা খরচ হতে পারে সেবিষয় কোন ভ্রূক্ষেপ নেই। কয়েক হাজার টাকা নিয়ে সাধারণ মানুষকে বুঝান এর থেকে আর ভাল ডিজাইন এই পৃথিবীতে নেই। যা একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কখনোই করেন না। যেহেতু একটি বাড়ি সারাজীবনের উপার্জনে গড়ে উঠে তাই অপেশাদার ডিজাইন বর্জন করে কিছু টাকা খরচ করে একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এর সহযোগীতা নিন। এতে নির্মাণ খরচ তো কম হবেই আবার একটি বসবাসযোগ্য, নিরাপদ নির্ভরযোগ্য এবং আদর্শ বাড়ি পাবেন।

অনেকেই বাড়ির ডিজাইন করেন কিন্তু প্রফেশনাল হয় কয়টি? দেশে অদক্ষ ইঞ্জিনিয়ার বাড়ির ডিজাইনারের সংখ্যা এতটাই বেড়েছে যে, মানুষের সারাজীবনের অর্জিত উপার্জন দিয়ে বাড়ি করার পর নানা রকম সমস্যার সম্মুখীন হন। আবার অনেকেই বাড়ির কাজ কোথা থেকে কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারেননা। তাইতো এখানে রয়েছে একঝাক অভিজ্ঞ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, ভেন্ডর, ডিলার, মিস্ত্রি, লেবার। বাড়ির ডিজাইন, বাড়ি নির্মাণের সামগ্রী ও নির্মাণ বিষয়ক যেকোন পরামর্শের জন্য যুক্ত থাকুন। শুধুমাত্র সাধারণ মানুষগন এখান থেকে পরামর্শ পাবে তা নয়, এখান থেকে খুব সহজে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, ভেন্ডর, ডিলার, মিস্ত্রি, লেবার খুঁজে পাওয়ার মত একটি প্লাটফর্ম। যেযার চাহিদা মত কোন প্রকার ঝামেলা ছাড়াই খুঁজে নিন। যোগাযোগ ইঞ্জিনিয়ার আব্দুল কাদের 01684246414

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.