প্রতিদিন নতু্ন নতুন বাড়ির নকশার ছবি সাথে খরচ সহ পোস্ট করা হয়। বিশাল সুখবরঃ ডুপ্লেক্স বাড়ি বানান মাত্র ১০ লক্ষ টাকায় - House Design

Header Ads

বিশাল সুখবরঃ ডুপ্লেক্স বাড়ি বানান মাত্র ১০ লক্ষ টাকায়

 স্বল্প খরচে নতুন বাড়ি : ঘরে যেন এসির ঠাণ্ডা- কোথা থেকে ইট আসবে, কোথা থেকে পাথর,কোন কোম্পানির রড ভালো,কোন সিমেন্টে অ্যাশ কম—নতুন বাড়ি তৈরির আগে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হয় বাড়ির মালিকেরা ।


(বাড়িটি নির্মাণ করতে সঠিক খরচ হবে ১৬-১৭ লাখ যদি চার রুম দিয়ে করেন)

পাশাপাশি প্রকৌশলীদের ডিজাইনিং নিয়ে ঠিকাদারের কারচুপি, ১০ লাখ টাকার খরচ পৌঁছায় ১৪ লাখ টাকায়।এমন পরিস্থিতিতে বাড়ি অর্ধেক নির্মাণের পর কাজ বন্ধ রাখতে হয় মালিকপক্ষকে।এমন ঝামেলা থেকে মুক্তি দিতে উন্নত বিশ্বের দেশগুলোর মতে


বাংলাদেশে নতুন প্রযুক্তিরবাড়ি নির্মাণ উপকরণ নিয়ে এসেছে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড।তাপ নিরোধক, পরিবেশবান্ধব, হাল্কা, দ্রুত স্থাপনযোগ্য এক্সপ্যান্ডেড পলিস্টিরিন স্যান্ডউইচ (ইপিএস) প্যানেল ব্যবহার করে বানানো যাবে ঘর।




যার মাধ্যমে ৪ জন শ্রমিক ৬ থেকে ৭ ঘণ্টা পরিশ্রমেই একতলা বাড়ি নির্মাণ করতে পারে।প্রকারভেদে খরচ পড়বে আয়তন অনুযায়ী ২ লাখ থেকে ৭ লাখ টাকা থেকে ১১ লাখ টাকা পর্যন্ত।জানা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় তাপ নিরোধক এই




ইপিএস শিট দিয়ে ৬ থেকে ৭ ঘণ্টায় একটি বাড়ি নির্মাণ করা যাবে।এ ছাড়া এটি খুব সহজেই স্থানান্তরও করা যায়।উচ্চ গুণগত মানসম্পন্ন এ ধরনেরপ্যানেল বিভিন্ন ধরনের শিল্পস্থাপনা, অবকাঠামো, ওয়ার্ক স্টেশন এনক্লোজার এবং শেড, ওষুধ



কোম্পানি,পোশাক শিল্প ইন্ডাস্ট্রিজ, কোল্ড স্টোরেজ, শব্দনিরোধী মিলনায়তন, থিয়েটার হাউস,উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র, ভাসমান আবাসনসহ তাপ সহনীয় এবং শব্দহীন দেয়ালের জন্য পরিবেশগতভাবে আদর্শ


ও উপযোগী।অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস ঢাকার অদূরে মুন্সিগঞ্জে ৫৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে কারখানা স্থাপন করেছে।


অনেকেই মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করতেছে বাড়িটি নির্মাণ করতে ১০ লাখ 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.